Monday, November 21, 2016

Grameenphone - Free EasyNet

GP EasyNet
Easynet – এর দুনিয়ায় স্বাগতমঃ

জিপি Easynet বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহারের একটি নতুন পথ। আসুন এবং বিনামূল্যে উপভোগ করুন ফেসবুক, উইকিপেডিয়া র মত সাইট থেকে শুরু করে ফ্রী গেমস এবং আরো অনেক সুবিধা।

সুতরাং,উপভোগ করুন এবং ছড়িয়ে দিন ইন্টারনেট এর আশীর্বাদ।

Easynet কি ?

Easynet একটি সহজ ওয়েব প্ল্যাটফর্ম যেটি সাধারণ ইন্টারনেট সক্রিয় মোবাইল ব্যাবহারকারি থেকে শুরু করে স্মার্টফোন ব্যাবহারকারি সবার জন্য উন্মুক্ত। Easynet প্ল্যাটফর্ম এর মাধ্যমে ব্যাবহারকারি বিনামূল্যে ওয়েব ব্রাউজিং, আকর্ষণীয় ইন্টারনেট প্যাক, ফ্রী গেমস এর মত নানা সুবিধা পেয়ে থাকবেন।

কীভাবে এটা পেতে পারেন ?

আপনার ব্রাউজার থেকে GPEasyNet.com জান অথবা ডায়াল করুন *৫০০০*৫৫# এবং ফিরতি এসএমএস এ পান GP Easynet এর লিঙ্ক।

আপনি যদি জিপি ইন্টারনেট প্যাক ব্যাবহার করে থাকেন তাহলে বিনামূল্যে আপনার ফোন/ল্যাপটপ এর ব্রাউজার থেকে এই সাইট এ প্রবেশ করতে পারবেন।

এটার খরচ কত ?

Easynet সাইটটি আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। শুধু মাত্র ইন্টারনেট প্যাক কিংবা অন্য সুবিধা ক্রয় করলে আপনাকে চার্জ করা হবে।

আর কি কি করা যায় এখানে ?

রিচার্জঃ মোবাইল ওয়ালেট ( bKash, MCash, MyCash ইত্তাদি) বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনার ফোন নাম্বার রিচার্জ। অনুসন্ধানঃ সার্চ বাক্সে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ড/ বাক্য টাইপ করুন এবং Google থেকে ফলাফল পান।
প্যাক কিনুনঃ আপনার চাহিদা অনুযায়ী আকর্ষণীয় ইন্টারনেট প্যাক কিনুন।লেটস ভিসিটঃ বিনামূল্যে ফ্রি সাইট ভিসিট করুন (এসব সাইট এর জন্য কোনো ডাটা কাটা হবে না।)
ফি ইন্টারনেট জিতুনঃ ফ্রি অ্যাপ ডাউনলোড করুন এবং লুফে নিন পূর্বনির্ধারণ কৃত ফ্রী ডাটা। একটি অ্যাপ এর জন্য শুধুমাত্র একবার এই অফার পাওয়া যাবে।
জিপি অ্যাপ স্টোরঃ এখান থেকে আপনি বিনামূল্যে নামাতে পারবেন ফ্রি অ্যাপ এবং গেমস। শুধুমাত্র পূর্ণ ভার্সন পেতে গেলেই আপনাকে চার্জ করা হবে।

শর্তাবলীঃ

সকল গ্রামীণফোন গ্রাহকের জন্য জিপি ইজিনেট পেজ ফ্রি অর্থাৎ এই পেজ এ কোনো ব্রাউজিং চার্জ থাকবে না। *৫০০৫*৫৫# ডায়াল করে ফিরতি SMS এ গ্রাহক ওয়েবসাইট লিঙ্ক পেতে পারেন। এই পেইজ ভিজিট করতে গ্রাহকের কোনো ইন্টারনেট প্যাক না থাকলেও চলবে। এই পেইজ থেকেই ইন্টারনেট প্যাক কেনা যাবে।

অন্য কোন পেইজ ব্রাউজিং এর ক্ষেত্রে গ্রাহক যদি কোনো ইন্টারনেট প্যাক চালু করে থাকেন তবে সে অনুযায়ী অথবা পে অ্যাজ ইউ গো ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে। ইন্টারনেট প্যাক অথবা পে অ্যাজ ইউ গো রেট এর সকল চার্জে ৫% সম্পূর্ণ শুল্ক প্রযোজ্য।
সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% VAT প্রযোজ্য + মুলরেট ১% সারচার্জ প্রযোজ্য। স্মার্টফোন ও ফিচার ফোন দুই ধরনের ফোনেই এই পেইজ ব্রাউজ করা যাবে। ইন্টারনেট সংযোগ থাকতে হবে। গ্রাহক ইন্টারনেট প্যাক অথবা পেইড কনটেন্ট কিনতে চাইলে সেক্ষেত্রে সকল চার্জে ৫% সম্পূরক শুল্কসহ প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% VAT প্রযোজ্য + মূলরেট এ ১% সারচার্জ প্রযোজ্য হবে।

ইজিনেট পেইজের সাথে সংযুক্ত সেবাসমূহ ও ফ্রি বেসিক পেইজসমূহ ব্রাউজিং ফ্রি। তবে গ্রাহক ইজিনেট পেইজের সাথে সংযুক্ত সেবাসমূহ ও ফ্রি বেসিক পেইজসমূহ ব্রাউজিং ফ্রি। তবে গ্রাহক ইজিনেট পেইজের তালিকাভুক্ত নয় এমন কোনো পেইজ ব্রাউজ করলে সে অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে। ফ্রি বেসিক পোর্টাল ব্যাবহারের মাধ্যমে গ্রাহক তার মোবাইল নম্বর ফেসবুক এ শেয়ারের অনুমতি প্রদান করেন এবং অন্যান্য সকল শর্তাবলীর সাথে ঐক্যমত্য পোষণ করেন।

3G কভারেজ এর মধ্যে থাকা গ্রাহকগণ এই পেইজ ব্রাউজিং এর সময় সর্বোচ্চ 1Mbps স্পিড পাবেন। 3G কভারেজের মধ্যে না থাকা গ্রাহকগণ 2G স্পিড পাবেন। এভারেজ স্পিড কয়েকটি জিনিসের উপর নির্ভর করবে, যেমনঃ গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিট করা ওয়েবসাইট ও বিটিএস থেকে দূরত্ব।

Author: Shahjalal Shimul

Grameenphone - Free EasyNet

We are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.


EmoticonEmoticon