Sunday, April 2, 2017

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস
ব্যালেন্স ট্রেন্সফার হবে এখন যখন তখন, কারণ বাংলালিংক নিয়ে এলো ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস! খুব আরামেই বাংলালিংক ব্যবহারকারী বন্ধু ও স্বজনদের কাছে নিজের ফোনের ব্যালেন্স পাঠানো যাবে এখন, যেকোন সময়।


সার্ভিসের বিস্তারিতঃ

★ সকল বাংলালিংক প্রিপেইড কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক ব্যালন্স ট্রান্সফার করতে পারবে অন্য বাংলালিংক প্রিপেইড কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের কাছে ।
★ নতুন সংযোগ চালুর এক মাস পর গ্রাহকগণ ব্যালেন্স ট্রান্সফার সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন।
★ এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস উপভোগ করতে হলে আগে রেজিস্টার করতে হবে।
★ রেজিস্টার করতে হলে *1000# কোড ডায়াল করতে হবে এবং নিচে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে, রেজিস্ট্রেশন এসএমএস করার পর ফিরতি এসএমএস -এ একটি pin নাম্বার পাবেন, এই পিন নাম্বার ব্যবহার করেই সকল ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
★ প্রিপেইড ussd মেনুতেও এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস পাওয়া যাবে।

সার্ভিসের জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিচে বর্ণিত আছে -


সার্ভিস অ্যাক্টিভেশন পদ্ধতি

রেজিস্টার করতে হলেঃ

ডায়াল করুন *1000#⇒'balance transfer'⇒'set pin'⇒ 'new pin'⇒'confirm new pin'⇒(পপ-আপ মেসেজ আসবেঃ) “you have successfully set your new pin”


ব্যালেন্স ট্রান্সফার করতে হলেঃ

►এসএমএস–এর মাধ্যমে

মেসেজ অপশনে যান এবং টাইপ করুন‘btr<স্পেস>পরিমাণ<স্পেস>প্রাপকের মোবাইল নাম্বার<স্পেস>pin’মেসেজটি 1000 নাম্বারে পাঠানআপনি একটি কনফারমেশন মেসেজ পাবেন।

►মেনুর মাধ্যমে

ডায়াল করুন *1000#⇒balance transfer⇒amount⇒প্রাপকের নাম্বারটি লিখুন⇒ আপনার pin লিখুন

pin পরিবর্তন করতে হলে:

►এসএমএস–এর মাধ্যমে

মেসেজ অপশনে যান এবং টাইপ করুন ‘cpin<স্পেস>oldpin<স্পেস>newpin’. উদাহরণ: ‘cpin 1234 4321’তারপর মেসেজটি 1000 নাম্বারে পাঠিয়ে দিন

►ussd মেনুর মাধ্যমে

ডায়াল করুন *1000#⇒change pin⇒বর্তমান pin লিখুন ⇒নতুন pin লিখুন ⇒pin নিশ্চিত করুন


শর্তাবলীঃ

এক ট্রান্সফারে সর্বনিম্ন ৳১০ এবং সর্বোচ্চ ৳১০০ পাঠানো যাবে ( কোন ভগ্নাংশ ব্যতীত)। এক দিনে সর্বোচ্চ ৳৫০০ আর এক মাসে সর্বোচ্চ ৳১০০০ ট্রান্সফার করা যাবে। পরিমাণটি পূর্ণসংখ্যা হতে হবে আর নাম্বার ব্যতীত কোন রকম অক্ষর লিখা যাবে না, (যেমন ৳৫০) কোন রকম ভগ্নাংশ থাকা যাবে না। ussd কোড *1000# ডায়াল করে সার্ভিসটির জন্য রেজিস্টার করতে হবে। এসএমএস বা ussd (*1000#) – দুই পদ্ধতিতেই ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। প্রতিদিন রাত ১২টার পর দৈনিক সীমা রিসেট করা হবে।


প্রমোশনাল চার্জঃ

৳২.৪৪ (ভ্যাট, এসডি ও এসসি সহ), প্রেরকের ব্যালেন্স থেকে ৳২.৪৪ (ভ্যাট, এসডি ও এসসি সহ), প্রাপকের ব্যালেন্স থেকে।

Author: Shahjalal Shimul

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস

We are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.


EmoticonEmoticon