১| ইস্তাম্বুল, তুরুস্কঃ
তুর্কির রাজধানী ইস্তাম্বুল শহরটি প্রায় তিন হাজার বছর পুরানো এবং পৃথিবির ইতিহাসে সবচেয়ে ঐতিহ্যবাহি শহরগুলির একটি। বর্তমানে এ শহরটিতে প্রায় ৩,১১৩ টি মসজিদ রয়েছে।
২| কায়রো, মিশরঃ
মিশরের রাজধানী কায়রোকে বলা হয় হাজারো মিনারের শহর। বিশ্ববিখ্যাত নিল মসজিদ, মসজিদে মুহাম্মদ আলী এবং আল হুসেইন মসজিদ কায়রোতে অবস্থিত।
৩| ঢাকা, বাংলাদেশঃ
বাংলাদেশের রাজধানী ঢাকাকে আদর করে প্রাচ্যের ভেনিস ও মসজিদের শহর ডাকা হয়। বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট জেলাকেও অনেকে মসজিদের শহর নামে ডেকে থাকেন।
EmoticonEmoticon