Monday, October 30, 2017

রবিতে বেশি কথা বলেই পাবেন ১০০% বোনাস টেলকটাইম!

Robi-100%-Bonus-Talk-time-Offer

গত মাসের চেয়ে চলতি মাসে বেশি কথা বলুন এবং ক্রমবর্ধমান ভয়েস ব্যবহারের উপর ১০০% বোনাস পান!

অফারের বিস্তারিত:
★ কেবল রবি প্রিপেইড গ্রাহকদের জন্যে এই অফারটি প্রযোজ্য।
★ একটি ক্যালেন্ডার মাসে গ্রাহককে পূর্বের ক্যালেন্ডার মাস থেকে অধিক ভয়েস ব্যবহার করতে হবে। ক্রমবর্ধমান ভয়েস ব্যবহারের জন্যে গ্রাহক ১০০% বোনাস মিনিট পাবেন।
★ ২৫ টাকা রিচার্জ করে গ্রাহককে এই অফারে নিবন্ধন করতে হবে (রিচার্জকৃত টাকা মূল অ্যাকাউন্টে যুক্ত হবে।)
★ এই বোনাসের জন্যে উপযুক্ত হতে হলে গ্রাহককে বিগত মাস থেকে কমপক্ষে ৫ টাকা অধিক ভয়েস ব্যবহার করতে হবে।
★ গ্রাহক ১০০০ মিনিট পর্যন্ত বোনাস পাবেন।
যদি গত মাসের থেকে চলতি মাসে ভয়েসের ব্যবহার কম থাকে, তবে গ্রাহক এই বোসান পাবেন না।
★ গত মাস ও চলতি মাসের ব্যবহার দেখতে গ্রাহক *৪৪৪*৭১# ডায়াল করতে পারেন।
★ বোনাস চেক করতে গ্রাহক *২২২*৭১# ডায়াল করতে পারেন।
★ *১২৩*০০২৫# ডায়াল করে কাস্টমার এই অফারটি ডিএক্টিভেট করতে পারবেন।
★ ক্যালেন্ডার মাসের ভিত্তিতে গ্রাহক হিসেব কষতে পারেন।
★ গ্রাহক পরবর্তী মাসের ২০ দিনের মধ্যে বোনাস পাবেন।
★ কেবল লোকাল ভয়েস ব্যবহারকে গণ্য করা হবে; আন্তর্জাতিক কল গণ্য হবে না।
★ এই ব্যবহার ক্যাম্পেইনের অধীনে বান্ডল ক্রয় গণ্য করা হবে না।
★ রাত ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রবি-রবি ও এয়ারটেলে, এফএনএফ ও সুপার এফএনএফসহ, ব্যবহার করা যাবে।
★ বোনাস মিনিটের মেয়াদ হবে বোনাস গ্রহণের দিন থেকে ২ দিন।
★ রবি প্রয়োজন অনুযায়ী অফারটিতে পরিবর্তন আনতে পারবে।
★ যেসব গ্রাহকের রবি-রবি ও এয়ারটেলে ৪০ পয়সা/মিনিটের কম কল রেট এবং রবি – অন্যান্য অপারেটরে ৮৭ পয়সা/মিনিটের কম কল রেট কার্যকর আছে তারা এই অফারের জন্যে উপযুক্ত হবেন না।
★ যেসব গ্রাহকের বিশেষ রেট অফার (রেট-কাটার) আছে, তারা এই অফারের জন্যে উপযুক্ত হবেন না।
★ যেসব গ্রাহক বিগত/চলতি মাসে রবি সিম চালু করেছেন, তারা এই অফারের জন্যে উপযুক্ত হবেন না।
★ ব্যবহারের হিসেব, বোনাস বিতরণ ইত্যাদির জন্যে রবির সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
★ রবি প্রয়োজন অনুযায়ী এই অফারটিতে পরিবর্তন আনতে পারবে।
★ অফারটি সীমিত সময়ের জন্য।

Author: Shahjalal Shimul

রবিতে বেশি কথা বলেই পাবেন ১০০% বোনাস টেলকটাইম!

We are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.


EmoticonEmoticon