Android স্মাট ফোন এখন বিশ্বে সবচেয়ে বেশি ব্যাবহারিত ফোন, বাংলাদেশে তো কথাই নেই। ২,০০০ হাজার টাকা থেকে ৫,০০০ হাজার টাকায় পাওয়া যায় Android ফোন। তবে এ সকল ফোন Android কতৃক অনুমতি প্রাপ্ত কিনা জানানেই। বাংলাদেশ বিভিন্ন Brands এর Android স্মাটফোন পাওয়া যায়, এখন কথা হচ্ছে Android প্রধান কর্তা ব্যাক্তি Google কতৃক এ সকল ব্রান্ডের ফোন অনুমোদিত কিনা সেটা আমরা অনেকেই জানিনা। এখানে দেখে নিন যে সকল ব্রান্ড গুগোল কতৃক Android ফোন এবং ট্যাব এর জন্য Certificate প্রাপ্ত।
১০০ টির অধিক ব্রান্ডের সাথে অংশীদার হিসাবে কাজ করছে গুগোল, এ সকল Android ফোন গুলো Google কতৃকপক্ষ নিরাপত্তা এবং কর্মক্ষমতা পরীক্ষা করে অনুমতিপত্র প্রদান করে থাকেন।
এখানে যে সকল ব্রান্ড Google অনুমোদিত তার একটি তালিকা প্রধান করা হল:
A
B
C
D
E
F
G
H
I
K
L
M
N
O
P
Q
R
S
T
V
W
X
Y
Z
তবে বাংলাদেশের ১ নাম্বার ব্রান্ড Symphony গুগোল কতৃক Certificate এর তালিকায় আছে, কিন্তু Walton এই তালিকায় নেই।
বিদ্র:এর অভ্যন্তরে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে মন্তব্য করবেন, মন্তব্যই প্রতিটি কাজের প্রধান অংশীদার।
EmoticonEmoticon