Friday, February 2, 2018

লাভা 4G ডিভাইস এবং রবি বান্ডেল অফার!

লাভা স্মাট ফোন এর সাথে পাচ্ছেন মিনিট, ইন্টারনেট এবং নতুন ৪জি সিম কার্ড ফ্রি!

ক্যাম্পেইনের অফার:

মডেল : লাভা আইরিস ৪১
অন-নেট : ৫০ মিনিট
ডাটা : ২ জিবি
বান্ডল মেয়াদ : ১০ দিন
সিম কুপন বান্ডল : প্রযোজ্য নয়।

মডেল : লাভা আইরিস ৬০ (ফোরজি)
অন-নেট : ৫০ মিনিট
ডাটা : ৩ জিবি
বান্ডল মেয়াদ : ১৫ দিন
সিম কুপন বান্ডল : নতুন ফোরজি সিম ফ্রি (ফেব্রুয়ারি ২০১৮’র ৩য় সপ্তাহ) ।

★ গ্রাহক ৩ মাসের জন্যে বোনাস পাবেন।

হ্যান্ডসেট এর বৈশিষ্ট্য ও মূল্য:

লাভা আইরিস ৪১:
ডিসপ্লে: ৪.৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ
প্রসেসর: ডুয়েল-কোর ১.৩ গি.হা.
র্যাম: ১ জিবি
রম: ৮ জিবি
ক্যামেরা: ৫ এমপি + ২ এমপি
এফএম: ওয়্যারলেস এফএম
ব্যাটারি: ২০০০ মি.এ্যাম.
মূল্য: ৪৯৯০ টাকা


লাভা আইরিস ৬০ (ফোরজি):
ডিসপ্লে: ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ আইপিএস
প্রসেসর: ডুয়েল-কোর ১.১ গি.হা.
র্যাম: ১ জিবি
রম: ৮ জিবি
ক্যামেরা: ৫ এমপি + ৫ এমপি
ব্যাটারি: ২৫০০ মি.এ্যাম.
মূল্য: ৬৯৯০ টাকা


শর্তাদি:
সকল বিদ্যমান ও নতুন রবি প্রিপেইড ম্যাস ও এসএমই (পিসিও, ইজি লোড বাদে) গ্রাহক এই অফারটি পাবেন।
হ্যান্ডসেট কেনার পরে গ্রাহক উপযুক্ততা যাচাইয়ের জন্যে যে কোন মোবাইল নম্বরে ভয়েস কল করবেন। ভয়েস কল করার জন্যে গাহকের মূল অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স থাকতে হবে।
ট্যাগ করার ৭২ ঘন্টার মধ্যে গ্রাহক বোনাস পাবেন।
যদি কোন গ্রাহক ১৮০ দিনের বেশি নিষ্ক্রিয় থাকেন, তবে প্রথম ট্যাগ করার ২৪ ঘন্টা পরে এই অফার পাবেন। এক্ষেত্রে বোনাস পাওয়ার জন্যে গ্রাহককে ২৪ ঘন্টা পরে সচল ট্যাগ থেকে আরো একটি ভয়েস কল করতে হবে।
প্রথম ট্যাগ করার পরে নিবন্ধনের সময় মোবাইল নম্বর ও আইএমইআই বিবেচনা করা হবে।
একাধিক মোবাইল নম্বর ও আইএমইআই বিবেচনা করা হবে না।
০১৮ মিনিট, অন-নেট মিনিট (রবি-রবি/এয়ারটেল) মিনিট চেক করতে *১২৩*০১৩# ডায়াল করুন, এবং ইন্টারনেট চেক করতে *৮৪৪৪*৮৮# অথবা *১২৩*৫# ডায়াল করুন।

দ্রষ্টব্য:
কেবল লোকাল কলের জন্যেই বোনাস মিনিট প্রযোজ্য হবে।
এসএমই/প্রিপেইড সংযোগ থেকে কোন সিইউজি নম্বরে কলের চার্জ হবে বিদ্যমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী।
বান্ডল মিনিট ফুরিয়ে গেলে বিদ্যমান প্যাকেজ অনুযায়ী স্বাভাবিক চার্জ প্রযোজ্য হবে।
ডাটা ভলিউমের মেয়াদ ফুরিয়ে গেলে ১ টাকা/১ এমবি হিসেবে পিপিইউ চার্জ হবে।
প্রিপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস মিনিটের জন্যে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
এফএনএফ/পার্টনার নম্বরের জন্যে বোনাস মিনিট প্রযোজ্য হবে।
অব্যবহৃত বোনাস মিনিট ও ডাটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
বোনাস মিনিট শর্ট কোডের জন্যে ব্যবহার করা যাবে না।
আইডিডি কলের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
ব্যালান্স ট্রান্সফারের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
প্যাকেজ অনুযায়ী অন্যান্য ট্যারিফ/সুবিধাদি বজায় থাকবে।
গ্রাহকের যোগ্যতা নিরূপণের অধিকার রবি ও লাভা উভয়ের থাকবে।
ডাটা বোনাসের ক্ষেত্রে ২৫০ এমবি/দিনের পরে এফইউপি প্রযোজ্য হবে। গ্রাহক প্যাক থেকে ২৫০ এমবি ব্যবহার করতে পারবেন, এবং একই প্যাক থেকে আরো বেশি ব্যবহার করতে চাইলে ইন্টারনেটের গতি ১২৮ কেবিপিএসে নেমে আসবে। পরবর্তী দিনের ০০:০০ ঘন্টা থেকে কিউওএস সাধারণ গতিতে ফিরে যাবে।গ্রাহক একটি এসএমএস পাবেন যেখানে গ্রাহককে জানানো হবে যে, ইন্টারনেটের গতি ১২৮ কেবিপিএসে নেমে গেছে।
বোনাস প্যাক কেবল নতুন ক্রয়কৃত লাভা স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

যেখানে বান্ডল পাওয়া যাবে:
পার্টনার চ্যানেলে
ওয়ারেন্টি:
হ্যান্ডসেটের জন্যে ১ বছরের স্বাভাবিক ওয়ারেন্টি প্রযোজ্য হবে।

Author: Shahjalal Shimul

লাভা 4G ডিভাইস এবং রবি বান্ডেল অফার!

We are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.


EmoticonEmoticon