ঢাকা - ময়মনসিংহ হাইওয়ে রোডের গাজীপুর অংশে যান-জোটে ভোগান্তির শেষ নেই ঢাকা গামী যাত্রিদের। গাজীপুরের সালনা থেকে শুরু হয়ে গাজীপুর চৌরাস্তা বাইপাস সড়ক ছাড়িয়ে এ জ্যাম। জ্যামে আটকা পরে ঘন্টার পরে ঘন্টা সাড়ি সাড়ি দাঁড়িয়ে আছে শত শত গাড়ী। গত কয়ে দিন ধরে চলছে এই দুর্ভোগ। তিব্র জ্যামে আটকাপরে আছে হাজার হাজার ঢাকা গামী যাত্রী। সালনা থেকে গাজীপুর চৌরাস্তা পৌছাতে সয়ম লাগে ৩-৪ ঘন্টা, থেমে থেমে চলছে গাড়ি। অফিস গামী জনতা, রুগী এবং ছাত্র-ছত্রীরা পড়েছে বেশ ভোগান্তিতে, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হয়েছে আরো কষ্টকর। অনেকে পায়ে হেটে চলছেন নিচ গন্তব্যে, তবে এর সাথে যোক হয়েছে গরম আবহাওয়া যার কারনে ভোগান্তি আরো বাড়িয়েছে। জানা গেছে ভোগড়া বাইপাস এলাকায় সড়ক সংকার এবং ফ্লাইওভার নির্মাণ কারনে এই যানজট প্রধান কারণ।
তবে এবাবে চলতে থাকলে অছল হয়ে পরবে উত্তররে জনপথ ময়মনসিংহের যান চলাচল।
সুত্র: ফুর্তিটিউন, গাজীপুর বাঘের বাজার।
EmoticonEmoticon