Tuesday, May 29, 2018

রবি রমজান রিচার্জ বান্ডেল অফার!

Robi-Ramadan-Recharge-Boundle-Offer-2018
এই রমজানে রবি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের শিশু রোগীদের জন্যে ৩৩ টাকা বান্ডেল থেকে ১ টাকা ও ৩৩ টাকা বান্ডেল থেকে ৪ টাকা প্রদান করবে।

রিচার্জ বান্ডেল: ৯৯ টাকা
★ রিচার্জ বান্ডেলের প্রতিটি ক্রয় থেকে ৪ টাকা প্রদান করা হবে।
★ বান্ডেলে থাকছে ৩০০ (অন-নেট-মিনিট)
★ বান্ডেলে মেয়াদ থাকছে ৭ দিন।

রিচার্জ বান্ডেল: ৩৩ টাকা
★ রিচার্জ বান্ডেলের প্রতিটি ক্রয় থেকে ১ টাকা প্রদান করা হবে।
★ বান্ডেলে থাকছে ৮৫ (অন-নেট-মিনিট)
★ বান্ডেলের মেয়াদ থাকছে ২ দিন।

অন্যান্য শর্ত:
* রমজানের সময়েই কেবল ক্যাম্পেইনটি প্রযোজ্য হবে।
* এই ক্যাম্পেইনের আওতায় রবি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের শিশু রোগীদের জন্যে ৩৩ টাকা বান্ডেল থেকে ১ টাকা ও ৩৩ টাকা বান্ডেল থেকে ৪ টাকা দান করবে।
* দানকৃত টাকা থেকে আইনানুগ চার্জ ও ট্যাক্স কেটে নেওয়া হবে।
* দানের টাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দেওয়ার দায়িত্ব থাকবে রবি’র।

Author: Shahjalal Shimul

রবি রমজান রিচার্জ বান্ডেল অফার!

We are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.


EmoticonEmoticon