ইন্টারনেটে ফিরে এলেই চমক ৫০০ এমবি ফেসবুক মাত্র ৫ টাকায়। যে সকল কাষ্টমেররা গত ২৬ এপ্রিল ২০১৭ থেকে ইন্টারনেট ব্যবহার করেনি তাদের জন্য অফারটি প্রযোজ্য। ৫০০ এম্বি এফবি মেয়াদ ৭ দিন ৫ টাকা (ভ্যাট+এসডি+এসসি সহ)
অফারের বিস্তারিতঃ
★ এই অফার পেতে ডায়াল করুন *১২১*৩১৮৩#
★ ইন্টারনেট ভলিউম দিয়ে শুধুমাত্র ফেইসবুক ব্যবহার করা যাবে।
★ যদি মেয়াদ শেষ হওয়ার আগেই কাস্টমারের সোশ্যাল ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যায় এবং কাস্টমারের অন্য কোনো রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে, তাহলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.২২ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ২৪৪ টাকা পর্যন্ত (SD+VAT+SC সহ) ।
★ মেসেন্জার থেকে ভয়েস এবং ভিডিও কল এই প্যাক এর অংশ নয়।
★ বিএস প্রিপেইড এবং পোস্ট পেইড সহ সকল প্রিপেইড এবং পোস্ট পেইড কাষ্টমেরদের জন্য অফারটি প্রযোজ্য।
★ গ্রাহক প্রক্সি ভিত্তিক ব্রাউজার মাধ্যমে উল্লিখিত সাইট ব্রাউজ করতে পারবেন না।
★ গ্রাহকরা শুধুমাত্র ডিফল্ট ওয়েব ব্রাউজার এবং এপ্লিকেশনগুলির সাহায্যে ব্যবহার করতে পারেন । ★ অফার চলাকালীন সময়ে কাস্টমার শুধুমাত্র ১ বারই অফারটি একটিভ করতে পারবে।
★ ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.২২ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ২৪৪ টাকা পর্যন্ত (SD+VAT+SC সহ)।
★ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১*৪#
★ ইন্টারনেট প্যাক বন্ধ করতে ডায়াল *১২১*৩০৪১#
★ এই ইন্টারনেট অফারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলবে।
Friday, August 4, 2017
GrameenPhone Reactivate Internet Offer August 2017
Published: August 04, 2017
Related Posts
Author: Shahjalal Shimul
GrameenPhone Reactivate Internet Offer August 2017We are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon