রবি নিয়ে এসেছে Nokia 3 হেন্ডসেট এর সাথে সেরা বান্ডেল প্যাক। এতে পাবেন অন নেট ১০০ মিনিট/মাস ৩০০ মিনিট মেয়াদ ২১ দিন। অফ নেট ৫০ মিনিট/মাস ১৫০ মিনিট এবং প্রতিমাসে ডাটা বনাস ৪ জিবি।
হ্যান্ডসেটের বৈশিষ্ট্য ও মূল্য:
* স্ক্রিন : ৫"
* ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
* ক্যামেরা :৮ এমপি+৮ এমপি
* ২ জিবি র্যাম+১৬ জিবি রম
* ব্যাটারি :২৬৫০ এ্যামপিয়ার
* অ্যান্ড্রয়েড ন্যুগাট
* মুল্য ১৩৫০০ টাকা।
অন্যান্য শর্তাদি:
★ সকল বিদ্যমান ও নতুন প্রিপেইড ম্যাস ও এসএমই (পিসিও, ইজি লোড বাদে) গ্রাহক এই অফারটি পাবেন।
★ নির্দিষ্ট হ্যান্ডসেট কেনার পর গ্রাহক তার উপযুক্ততা যাচাই করতে যে কোন একটি সক্রিয় এমএসআইএসডিএন নম্বরে কল করবেন। কল করার জন্যে গ্রাহকের মূল অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
★ প্রিপেইড গ্রাহক ট্যাগ করার ৭২ ঘণ্টার মধ্যে বোনাস পাবেন।
★ যদি কোন গ্রাহক ১৮০ দিনের বেশি নিষ্ক্রিয় থাকেন, তবে প্রথম ট্যাগ করার ২৪ ঘন্টা পরে এই অফার পাবেন।
★ এক্ষেত্রে বোনাস পাওয়ার জন্যে গ্রাহককে ২৪ ঘন্টা পরে সচল ট্যাগ থেকে আরো একটি ভয়েস কল করতে হবে।
★ প্রথম ট্যাগ করার পর এমএসআইএসডিএন ও আইএমইআই বিবেচনা করা হবে।
★ একাধিক এমএসআইএসডিএন ও আইএমইআই বিবেচনা করা হবে না।
★ রবি মিনিট চেক করতে ডায়াল করুন *১২৩*০১৩# অন-নেট মিনিট (রবি থেকে রবি/Airtel)।
★ রবি মিনিট চেক করতে ডায়াল করুন *১২৩*০১৪# অফ -নেট মিনিট (রবি থেকে অন্যান্য লোকাল অপারেটরে)।
★ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *৮৪৪৪*৮৮# অথবা *১২৩*৩*৫# ডায়াল করুন।
দ্রষ্টব্য:
★ কেবল লোকাল কলের জন্যেই বোনাস মিনিট প্রযোজ্য হবে।
★ এসএমই/প্রিপেইড সংযোগ থেকে কোন সিইউজি নম্বরে কলের চার্জ হবে বিদ্যমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী।
★ বান্ডল মিনিট ফুরিয়ে গেলে বিদ্যমান প্যাকেজ অনুযায়ী স্বাভাবিক চার্জ প্রযোজ্য হবে।
★ ডাটা ভলিউম ফুরিয়ে গেলে গ্রাহকের চার্জ হবে ব্যবহার অনুযায়ী ১ টাকা/১ এমবি।
★ প্রিপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস মিনিটের জন্যে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
★ বোনাস মিনিট এফএনএফ নম্বরে ব্যবহার করা যাবে।
★ অব্যবহৃত বোনাস মিনিট ও ডাটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
★ বোনাস মিনিট শর্ট কোডের জন্যে ব্যবহার করা যাবে না।
★আইডিডি কলের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
★ ব্যালান্স ট্রান্সফারের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
★ প্যাকেজ অনুযায়ী অন্যান্য ট্যারিফ/সুবিধাদি বজায় থাকবে।
★ গ্রাহকের যোগ্যতা নিরূপণের অধিকার রবি ,Airtel ও নকিয়া উভয়ের থাকবে।
★ ডাটা বোনাসের ক্ষেত্রে হলে দৈনিক ২৫০ এমবি পর্যন্ত ব্যবহারের পর এফইউপি প্রযোজ্য হবে।
★ গ্রাহক প্যাক থেকে ২৫০ এমবি স্পিড ব্যবহার করতে পারবেন।
★ একই প্যাক থেকে বাড়তি ব্যবহারের ক্ষেত্রে স্পিড কমে ১২৮ কেবিপিএস হবে।
★ পরবর্তী দিনের ০০:০০ ঘন্টা থেকে কিউওএসের স্বাভাবিক স্পিড থাকবে।
★ গ্রাহক একটি এসএমএস পাবেন যেখান থেকে গ্রাহক জানতে পারবেন, তিনি এখন ১২৮ কেবিপিএস স্পিড ব্যবহার করছেন।
★ নতুন কেনা নকিয়া স্মার্টফোনেই কেবল বোনাস ডাটা প্যাক ব্যবহার করা যাবে।
★ যেখানে বোনাস বান্ডল পাওয়া যাবে
নিম্নোক্ত ওয়াক ইন সেন্টারগুলোতে ( গুলশান, ধানমন্ডি, জেএফপি, মিরপুর, উত্তরা, নারায়ণগঞ্জ, আগ্রাবাদ এবং মুরাদপুর) পার্টনার চ্যানেল।
ওয়ারেন্টিঃ
হ্যান্ডসেটের জন্যে ১ বছরের স্বাভাবিক ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
Friday, August 4, 2017
Robi and Nokia-3 Handset Bundle Offer
Published: August 04, 2017
Related Posts
Author: Shahjalal Shimul
Robi and Nokia-3 Handset Bundle OfferWe are published bangladeshi telecom operator offers, android app update, bangla music, videos, ssc hsc results info, examination routine, tips, lifestyle, news and more others.
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon