Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

Sunday, September 24, 2017

সরকারি অনুদানে নিমির্ত সিনেমা গহীন বালুচর সিনেমার ট্রাইলের প্রকাশক

Gohin Baluchor

এই প্রথম সরকারি অনুদানে নিমির্ত হল সিনেমা গহীন বালুচর। গহীন বালুচর সিনেমাটি পরিচালক হিসাবে কাজ করেন বদরল আলম সৌদ।
অভিনয় করেন সুর্বনা মুস্তফা, ফজলুর রহমান বাবু, তানভির, নিলা, মুন, আফরোজা বানু, রাইসুল ইসলাম আসাদ,শাহাদাৎ হোসাইন, রুনা খান, আরো অনেকে।


এটি গ্রামীন চরিত্রের সিনেমা যাতে করে দর্শকের ভাল লাগবে। এই সিনেমাটি সেন্সরবোর্ডের কোন প্রাকার ঝামেলা ছাড়াই ছার পেয়ে যায়। আগামি ২০ অক্টোবর এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

Download Here [720p]

Or

YouTube Link

অবশেষে শাহজাদা মুস্তফাকে ফাঁসিতে জুলিয়ে মৃত্যু দণ্ড দিলেন 'সুলতান সুলেমান'

sultan sulema
‘সুলতান সুলেমান’ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘শাহজাদা মুস্তাফা’ পর্বের সমাপ্তি ঘটছে। ‘ইব্রাহীম পাশা’র পর এই চরিত্রটির ব্যাপারে দর্শকের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এবার ‘শাহজাদা মুস্তাফা’ চরিত্রের পরিণতি ঘটতে যাচ্ছে। কী ঘটবে? এরই মধ্যে জানা হয়ে গেছে, সুলতান সুলেমানের অন্দরমহলের ষড়যন্ত্র চরমে পৌঁছে গেছে। এই ষড়যন্ত্রের জালে নিজেকে জড়িয়ে ফেলেছেন সুলতান সুলেমান। মিথ্যাপবাদে শাস্তি দিলেন নিজের প্রিয় বড় ছেলেকে, এই ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি শাহজাদা মুস্তাফাকে হত্যা। গল্পে এবার সুলতান সুলেমানের নির্দেশেই তেমন পরিণতি ঘটতে যাচ্ছে।


‘সুলতান সুলেমান’ সিরিজটি নিয়মিত প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। এই চ্যানেলের কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বটি প্রচারিত হবে ২৫ তারিখ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০টায়।
‘সুলতান সুলেমান’ সিরিজে ‘শাহজাদা মুস্তাফা' চরিত্রে অভিনয় করেছেন তুর্কি মডেল,চিত্রনায়ক ও প্রযোজক মেহমেত গুনসুর। ছোট পর্দার অনেকগুলো উল্লেখযোগ্য সিরিজে কাজ করেছেন তিনি।

প্রায় সাত শ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ও দাসপ্রথার অন্তরালে কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘সুলতান সুলেমান’ সিরিজ।

এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী রুশ দাসী হুররেম, ভূমিকা; সুলতানের সন্তান গর্ভে ধারণ করে সুলতানের প্রিয়পাত্র হওয়ার মাধ্যমে হুররেম সুলতানের উত্থান, এবং সন্তান জন্মের পর প্রিয়পাত্রের অবস্থান হতে পতন এবং পরিণামস্বরূপ করুণার অবস্থানে ফেরত।
ধারাবাহিকটিতে সম্রাট পরিবারের সদস্যদের পারস্পারিক সম্পর্ক, বিশেষ করে প্রণয়ী দীর্ঘসূত্রিতা এবং দ্বন্দ্বকে ফুটিয়ে তোলা হয়েছ।

Saturday, August 26, 2017

আবারো সহিংস মায়ানমারের রাখাইন রাজ্য "বেড়েই চলছে নির্যাতন"

Mayanmar arakan MuslIm

মায়ানমারে নির্যাতনের শেষনেই রাখাইন মুসলিম জনগোষ্ঠীরর উপর, শতশত মানুষ নিহত আহত হয়েছেন, বাড়ি ঘড়ে আগুন, লুটপাট, ধর্ষণ।


রাখাইন প্রদেশ-ভিত্তিক দু’টি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে, গত সপ্তাহে প্রদেশের মংডু শহরের কাছে একটি পাহাড় থেকে সাত বৌদ্ধ নাগরিকের লাশ উদ্ধারের পর সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।


সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী মংডু ও বুথিডং শহরসহ আরো বেশ কিছু শহরে বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। এর ফলে সেখানকার রোহিঙ্গা মুসলমানরা তাদের ওপর আবার সরকারি পৃষ্ঠপোষকতায় দমন অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন। তবে সেই ঘঠনাই ঘটালো মায়ানমার সরকার।



গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষীদের ওপর এক অতর্কিত হামলায় নয় পুলিশ নিহত হয়। ওই ঘটনার জের ধরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও উগ্র বৌদ্ধরা রাখাইন প্রদেশের মুসলমানদের ওপর ব্যাপক নির্যাতন চালায়।


রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে চরম দুর্ব্যবহার করছে মিয়ানমার সরকার:
জাতিসংঘ বলছে মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে চরম দুর্ব্যবহার করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। বিবৃতিতে রাখাইন প্রদেশের পরিস্থিতিকে অত্যন্ত দুর্বিষহ বলে বর্ণনা করেছেন জাতিসংঘ।

জাতিসংঘের বিশেষ মুখপাত্র রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনা অভিযানের কঠোর সমালোচনা করেন। ওই দমন অভিযানের ফলে রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী অভিযান চালানোর সময় মানবাধিকার রক্ষার তোয়াক্কা করেনি বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জন ম্যাককিসিক বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত সংখ্যালঘু নিধনে নেমেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, মিয়ানমার সেনাবাহিনী এবং কোস্টগার্ড পুলিশ যৌথভাবে রোহিঙ্গাদের গণহারে শায়েস্তা করার অভিযানে নেমেছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে নয় পুলিশ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের অভিযানে শত শত রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের গুলি করে হত্যা করছে, শিশুদের জবাই করছে, নারীদের ধর্ষণ করছে। পাশাপাশি রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়িতে আগুন দেয়া হচ্ছে এবং নির্বিচারে লুটপাট চালানো হচ্ছে। এতে রোহিঙ্গা মুসলমানরা নদী পার হয়ে প্রতিবেশী বাংলাদেশে ঢুকতে বাধ্য হচ্ছে।

রোহিঙ্গাদের আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা:


মিয়ানমারের রাখাইন প্রদেশে সর্বশেষ সহিংসতার পর বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা মুসলিমরা পালিয়ে আবারও বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার রাত থেকে কয়েকশো রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের আবার ঠেলে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গারা প্রথমে টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে।বৃহস্পতিবার রাত থেকে টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ১৪৬জন রোহিঙ্গাকে ধরে ফেরত পাঠিয়েছে। টেকনাফে এবং উখিয়ায় নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে শত শত রোহিঙ্গা নারী পুরুষকে শিশু কিশোর বৃদ্ধা বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছেন।

মিয়ানমার সীমান্তের কাছের টেকনাফের একটি ইউনিয়নের মেম্বার জালাল আহমেদ বলেছেন, বৃহস্পতিবার মধ্য রাতের পর থেকে তারা মিয়ানমারের ভিতর থেকে ব্যাপক গুলির শব্দ শুনেছেন। এরপর সীমান্তে রোহিঙ্গাদের প্রবেশের চেষ্টা তিনি দেখেছেন।

পরিস্থিতি নিয়ে বিজিবি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা বলেছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলছিলেন, "মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের বলেছে যে, তাদের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি সংগঠন তাদের উপর আক্রমণ করেছে। সেকারণে তারা অ্যাকশন নিচ্ছে। আমরা বলেছি, রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢোকার চেষ্টা না করে। তারা সহযোগিতা করার কথা বলেছে। তারপরও রোহিঙ্গারা আসার চেষ্টা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেছেন, "আমরা তো সবসময় তাদের মানবিক দৃষ্টিতে দেখে তাদের আশ্রয় দিয়েছি। তাদের খাবার দিয়েছি বা সাহায্য করেছি। কিন্তু এতে সমস্যার কোন সমাধান হচ্ছে না। সেজন্য এখন সীমান্তে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। এদিকে ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মিয়ানমার সরকারের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং বাংলাদেশ উদ্বেগ প্রকাশক করেছ পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tuesday, August 22, 2017

হ্যাকিং এর শিকার সামুদ্রিক জাহাজ!

হ্যাকিং এর শিকার সামুদ্রিক জাহাজ

সাইবারকীল নামের একটি সাইবার সিকিউরিটি ফার্ম একটি মাঝারি সাইজের শিপিং কোম্পানির ইমেল তদন্ত করে দেখছিল। তদন্তে তারা একটি বিরাট জালিয়াতি উদঘাটন করলো।

কেউ একজন এই কোম্পানির কম্পিউটার সিস্টেমে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। ফলে কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে কোন ইমেল তারা মনিটর করতে পারে।

এই শিপিং কোম্পানি যাদের কাছ থেকে জ্বালানি কেনে, তারা যখন জ্বালানির বিল পরিশোধ করছে, সেই বিল যে একাউন্ট নাম্বারে যাওয়ার কথা, ভাইরাসটি সেটি পরিবর্তন করে অন্য একাউন্ট নম্বরে পাঠিয়ে দিচ্ছে।

এভাবে কয়েক মিলিয়ন ডলার হ্যাকাররা সরিয়ে নেয়ার পর বিষয়টি কোম্পানির নজরে আসে।



কেবল মাঝারি সাইজের শিপিং কোম্পানি নয়, বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানিগুলোর একটি, মায়েস্কও এখন এরকম হ্যাকিং নিয়ে উদ্বিগ্ন।

তারা বুঝতে পেরেছে, হ্যাকাররা চাইলে জাহাজ চলাচলের মতো ব্যাপারেও হ্যাকিং এর মাধ্যমে বিঘ্ন ঘটাতে পারে।

একটা জাহাজ কোম্পানির কম্পিউটার সিস্টেমে হ্যাক করতে পারলে বিস্তর স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। একটা ঘটনার কথা জানাজানি হয়েছে ইতোমধ্যে।

জলদস্যুরা একটা বিরাট বড় শিপিং কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করে জানার চেষ্টা করছিল যে জাহাজে তারা ডাকাতি করার পরিকল্পনা করছে সেটাতে কি মালামাল পরিবহন করা হচ্ছে।

একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বলেন, জলদস্যুরা একটি জাহাজে উঠে বারকোড দেখেই তখন বুঝতে পারবে কোন কনটেইনারে কি মাল আছে। তখন তারা কেবল সেই মালামাল নিয়ে কেটে পড়বে। কিন্ত কেবল মালামাল ভর্তি কনটেইনার নয়, পুরো জাহাজই এখন আসলে ঝুঁকিপূর্ণ।



কারণ জাহাজ চলে এখন পুরোপুরি কম্পিউটার ব্যবস্থার ওপর নির্ভর করে।

একটি জাহাজের কম্পিউটার ব্যবস্থা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেটিকে আর চালানো যাচ্ছিল না।

ইলেকট্রনিক চার্ট ডিসপ্লের মতো স্পর্শকাতর নেভিগেশন সিস্টেম করাপ্ট হয়ে পড়েছিল।

এমন আশংকা বাড়ছে যে হ্যাকাররা কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিয়ে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।



এমনকি হ্যাকাররা নেভিগেশন সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করে একটি জাহাজ যেখানে আছে, সেখান থেকে অনেক দূরবর্তী কোন স্থানে এটি অবস্থান করছে বলে দেখাতে পারে।

বিশ্বে প্রায় ৫১ হাজার বাণিজ্যিক জাহাজ আছে, যেগুলো বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ পরিবহন করে। কাজেই হ্যাকাররা যে এই জাহাজ চলাচল খাতকে টার্গেট করেছে তাতে অবাক হওয়ার কিছু নেই।

Android Latest OS Version 8.0 Oreo Officially Release

Android Latest OS Version 8.0 Oreo Officially Release

আগের চেয়ে স্মার্ট, দ্রুত, আরো শক্তিশালী এবং নতুন ফিচার নিয়ে রিলিজ হলো বিশ্বের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.০ অরেও।

নতুন যে সকল ফিচার সমূহ যুক্ত হয়েছে Android 8.0 Oreo তে

2x faster:

আপনার পছন্দের কাজগুলি দ্রুত শুরু করার সাথে সাথে 2x বুট স্পীডে চালু হবে আপনার স্মাট ফোন, যার ফলে সময় কম লাগবে।

Background limits:

অ্যানড্রয়েড অরেওতে আপনি যে অ্যাপ্লিকেশান গুলিকে ব্যবহার করেন তার মধ্যে কার্যকলাপ হ্রাস করতে সহায়তা করে, এবং background এপ্স এর কার্যকলাপ সক্রিয় বাবে বন্ধ করে দেয়। যা আপনি দেখতেও পাবেন না।

Autofill:
সক্রিয় বাবে আপনার পছন্দের অ্যাপ্লিকেশান গুলিতে পাসওয়ার্ড এবং ইউজার ফরম পুনঃ করে আপনার অনুমিত প্রাপ্ত App গুলুতে দূরত গতিতে লগইন করে দিবে।



Two -in-one:
আপনি একই সাথে দুটি কাজ করতে পারবেন। যা আপনাকে PC- এরমত কাজ করার সাধ দিবে। কোন ঝামেলা যারা আপনি একই সময়ে দুটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন।

Notification Dots:

এক চাপে SMS এবং অন্যান্য নোটিফিকেশন দেখার সুযোগ। নোটিফিকেশন বাটুনে টিপে দ্রুত দেখতে পাবেন এবং সহজেই স্নিপ্প করে পরিষ্কার করুন করতে পারবেন।

Android Instant Apps:

Android 8.0. তে কোন প্রকার ইনস্টলেশনের ঝামেলা ছারকওপেনিং করা যাবে। সরাসরি আপনার ব্রাউজার থেকে নতুন অ্যাপ্লিকেশানগুলিতে টেলিপোর্ট হবে । যার ফলে নতুন App ইন্সটল না করেও কাজ করা যাবে এবং অ্যাপ্স Installation এর প্রয়োজন নেই।

Google Play Protect:


আপনার ডিভাইস এবং ডেটা নিরাপদে রাখতে প্রতিদিন 50 বিলিয়ন অ্যাপস স্ক্যানিং দ্বারা Apps এর অপব্যবহার থেকে আপনার Smart Phone সুরক্ষা রাখতে কাজ করবে, এমনকি আপনি এখনো Apps ইনস্টল না করা যারা। কাজ করবে।


Talk about a life saver:
এতে বেটারির লাইফ শেভকরা জন্য আছে অসাধারণ ফিচারস। যার ফলেআপনি কথা বলছেন, নাটক করছেন, কাজ করছেন বা স্ট্রিমিং করছেন, আপনি আপনার ব্যাটারিকে শক্তিশালী এবং পূর্ণাঙ্গ জীবনযাপন করার ব্যাপারে আত্মবিশ্বাসী বোধ করতে পারেন।

Emoji:


Share এবং chat এর জন্য 60 টি নতুন ইমোজি যুক্ত করা হয়েছে।

More Features:

Accessibility button

Accessibility volume

Adaptive icons

Ambient screen

Background execution limits

Background location limits

Deep color

Downloadable fonts

Install unknown apps

Integrated printing support

Linkable files

Native C/C++ API for high-performance audio

Notification categories

Notification snoozing

Pointer capture

Project Treble

TextView autosizing

Tooltips

Wi-Fi Assistant.

Monday, August 21, 2017

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক "রাজ রাজ্জাক"

নায়ক রাজ রাজ্জাক
আব্দুর রাজ্জাক ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা যিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশী চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

বাল্যকালঃ
নিজের জন্মস্থান কলকাতায়। রাজ্জাক ২৩শে জানুয়ারি ১৯৪২ সনে পশ্চিমবঙ্গের কলকাতার জন্ম গ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে বেছে নেন নায়ক অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা। তিনি ১৯৬৪ সালে শরণার্থী হয়ে বাংলাদেশে আসেন।

অভিনয় ও চলচ্চিত্র জীবনঃ
ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত।
রাজ্জাক ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে "ঘরোয়া" নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় পান। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু ওস্তাগড় লেন এবং কার বউ , ডাক বাবু , আখেরী স্টেশন -সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন। অভিনয়জীবনে তিনি বেহুলা, আগুন নিয়ে খেলা , এতটুকু আশা , নীল আকাশের নীচে , জীবন থেকে নেয়া , ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ ,
আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা এবং বড় ভালো লোক ছিলসহ মোট ৩০০টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

ছেলে মেয়েঃ
বাপ্পারাজ (রেজাউল করিম)
নাসরিন পাশা শম্পা
রওশন হোসাইন বাপ্পি
আফরিন আলম ময়না
সম্রাট (খালিদ হোসাইন)

অর্জিত সম্মানন ও কৃতিত্বঃ
১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই
ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন
নায়করাজ রাজ্জাক খেতাব । অর্জন করেন একাধিক সম্মাননা। এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। ২০১৫ সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার , মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

৭৫ বছরের জীবনীর অবসানঃ
রাজ্জাক ২০১৭ সালের ২১শে আগস্ট সন্ধ্যা ৬:১৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।

Friday, July 21, 2017

Samsung Galaxy J7 (2017) Review

Samsung Galaxy J7 (2017) Review

Samsung J সিরিজের J7 (2017) Edition রিলিজ হয়েছে। এতে রয়েছে আর অদিক ফিচার সমন্বয়, সুপার AMOLED ডিসপ্লে, high-tier স্কিন এর সাথে 1080p রেজুলেশন, splash resistance, হাই রেজুলেশনের Selfi Cam এবং Flash , আর অদিক RAM, নতুন Android ভার্শন।

তবে এতে পুরনো chipset ব্যাবহার হয়েছে যার ফলে 4K ভিডিও ক্যাপচার লেগকরে, গ্রাফিক পারফরম্যান্সের উন্নত না, কারণ প্রসেসিং পাওয়ারটি বৃদ্ধি পায় নি।

কিন্তু তারপর আবার অনেক উন্নতি আছে যা সম্ভবত পুরাতন চিপসেট ভাল পারফরমেন্স দিতে পারেনি।


Samsung Galaxy J7 (2017) Features:

Body: Aluminum unibody.

Screen: 5.5" 1080p Super AMOLED screen (401ppi); Always On Display.

OS: Android 7.0 Nougat; Bixby virtual assistant.

Chipset: 14nm octa-core Exynos 7870 (8 x 1.6 GHz Cortex-A53 cores).

Memory: 3GB of RAM; 16/32GB storage, dedicated microSD slot for expansion.

Camera: Primary 13MP, f/1.7, LED flash; Secondary 13MP, f/1.9, LED flash.

Video: 1080p at 30fps.

Connectivity: nano SIM (dual SIM version available); LTE (Cat. 6); dual-band Wi-Fi ac; Bluetooth 4.2; FM Radio; microUSB; 3.5mm jack.

Battery: 3,600mAh.

Misc: Fingerprint reader, IP54 certification for dust and splash resistance, Samsung Pay.

by GSMARENA.Com