Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

Friday, June 8, 2018

ঈদ কে সামনে রেখে পোশাকের বাজারে বাড়ছে ক্রেতার ভিড়

ঈদের ছোঁয়া লেগেছে এবার পোশাকের দোকানগুলোতে, জমে উঠেছে ঈদের বাজার। নানারকম পোশাক কিনতে এবার একটু আগেভাগেই শপিং মলগুলোতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। মেয়েদের ক্ষেত্রে এগিয়ে আছে ব্লক-বাটিকের কাজ। রাজধানীর নিউ মার্কেটের তৃতীয় তলায় ব্লক-বাটিক, কারচুপির দোকানের সারি। সেখানে বেচাবিক্রি হচ্ছে বেশ। বিশেষ করে গরম চলে আসায় এই কাপড়গুলো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া আছে গামছা কাপড়ের চল। আরামদায়ক হবে বিধায় পাঞ্জাবিতে সুতি কাপড় ব্যবহার করছেন অনেক পোশাক নির্মাতা। ইস্টার্ন প্লাজা, বায়তুল মোকাররম মার্কেটসহ বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে, ঈদ বাজারে সুতি, পিওর তসর সিল্ক, ধুপিয়ানা সিল্ক, খদ্দর কটন, জামদানিসহ বিভিন্ন ধরনের কাপড়ের পাঞ্জাবি এসেছে বাজারে। ‘পদ্মাবতী’, ‘সুলতান-সোলেমান’ ইত্যাদি নামের পোশাক এসেছে বাজারে।

পোশাক কেনার ক্ষেত্রে পিছিয়ে নেই শিশুরাও। রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, গুলিস্তানের বিভিন্ন মার্কেট, মগবাজার, পান্থপথ, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের ফ্যাশনেবল পোশাক বিক্রি হচ্ছে। তবে মার্কেট ঘুরে নিউ মার্কেট ও বসুন্ধরা সিটিতে শিশুদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে ঈদের বাকি আছে আর মাত্র ৭ দিন ক্রমেই বারতে থাকবে ক্রেতাসাধারণ এর ভিড়।

‘পদ্মাবতী’ নামের পোশাক পছন্দ করছেন এক তরুণী। একেকটির দাম ৬ হাজার ১৪ হাজার টাকা পর্যন্ত। নিউমার্কেট, সাম্প্রতিক ছবি। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

সন্তানকে নিয়ে পোশাক পছন্দ করছেন এক বাবা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। ছবি: সাইফুল ইসলাম। সুত্র:প্রথম আলো।

দেশীয় পোশাকের দোকানে শার্ট পছন্দ করছেন ক্রেতা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স,ঢাকা। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

সাজিয়ে রাখা হয়েছে ছেলেদের নানা নকশা ও আকৃতির লকেট। নিউমার্কেট, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

নিউমার্কেট এলাকায় হ্যান্ড ব্যাগ বিক্রি করছেন একজন হকার।নিউমার্কেট, ঢাকা। ছবি: সাইফুল ইসলাম। সুত্র: প্রথম আলো।

Thursday, June 7, 2018

পুষ্টিগুণে ভরপুর রসালো ফল আনারস

পুষ্টিগুণে ভরপুর রসালো ফল আনারস

আনারস একটি পুষ্টিগুণে ভরপুর মিস্টি রসালো ফল, যা দেহের জন্য অত্যান্ত উপকারি।

উপকারিতা: আনারসে থাকা ম্যাঙ্গানিজ উর্বরতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আনারসে প্রোটিওলাইটিক এনজাইম ও ব্রোমালিন থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া গলা ব্যথা ও অস্থিসন্ধির ব্যথা কমাতে আনারস উপকারীতা অনেক। অতিরিক্ত মেদ কমাতে আনারস কার্যকরী ভূমিকা রাখে। আনারসের রসে রয়েছে ব্রোমেলিন নামে একটি উপাদান , যা মূলত আনারসেই রসেই পাওয়া যায়। এটি পেটের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।

আনারসে প্রচুর ফাইবার থাকে। আনারসের এই ফাইবার অত্যন্ত উপকারী। ফাইবার থাকার ফলে আনারস খাওয়ার পরে একটি তৃপ্তিবোধ আসে, পেট ভর্তি থাকে। এ কারণে খুব তাড়াতাড়ি ক্ষুধা অনুভূত হয় না। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমে না। এটি হজমের জন্যও দারুণ উপকারী।

Pineapple-Juice

জুস তৈরি: বাড়িতে সহজেই আনারসের জুস বা রস তৈরি করা যায়। এজন্য ভালো করে খোসা ছাড়িয়ে আনারসের ছোট ছোট টুকরো করুন। এবার ব্লেন্ডারে একটু পানি দিয়ে আনারসের টুকরোগুলো দিয়ে দিন। যতক্ষণ না টুকরোগুলো ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করুন। এবার ছাঁকনি দিয়ে রস ছেঁকে নিন। প্রয়োজনে পরিমাণমতো পানি মিশিয়ে নিন।
তাছাড়া স্লাইস করা আনারস জিবিয়ে গেলে মুখের রুচির আরো বারিয়ে দেয়, ফলে ফ্রেস ফ্রেস মনে হয়।

সর্তকতা: তবে ডায়াবেটিসের রোগীদের জন্য আনারস কিছুটা ঝুঁকিপূর্ণ। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ আনারসে গ্লুকোজ ও ফ্রুক্টোজ রয়েছে। তবে পরিমাণমতো খেলে ক্ষতি হয় না।

Monday, April 30, 2018

আজ বিশ্ব শ্রমিক দিবস যা মে দিবস নামে পরিচিত

may-day-2018
আজ বিশ্ব মে দিবস, আজ মে মাসের ১ তারিখ নানা আয়জন এর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস।

আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর ১লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বিশ্বের প্রায় ৮০টি দেশে ১লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারি ভাবে পালিত হয়।


ইতিহাসঃ

১৮৮৬ সালে আমোরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আট ঘন্টার কাজের দাবীতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলীবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।

১৮৮৯ সালে ফরাসী বিপ্লবের শতবার্র্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক-এর প্রথম কংগ্রেস অণুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে।

১৮৯১ সালের আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এরপরপরই ১৮৯৪ সালের মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে, ১৯০৪ সালে আমস্টারডাম শহরে অণুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবী আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহবান জানানো হয়।

সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা থাকলে ও বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে’র ১ তারিখে “বাধ্যতামূলকভাবে কাজ না করার” সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবী জানায় এবং অনেক দেশেই এটা কার্যকরী হয়।

দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিষ্ট এবং কিছু কট্টর সংগঠন তাদের দাবী জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয়।

কোন কোন স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয়ে থাকে। পূর্বতন সোভিয়েত রাষ্ট্র, চীন, কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সে সব দেশে এমনকি এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়।

বাংলাদেশ এবং ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ সালে।

আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট এই দিন পালনের উদ্যোগতা। হে মার্কেটের হত্যাকান্ডের পর আমেরিকার তৎকালিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোন আয়োজন হানাহানিতে পর্যবসিত হতে পারে। সে জন্য ১৮৮৭ সালেই তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি ঝুকে পড়েন।

Sunday, April 8, 2018

যানজটে বেহাল অবস্থা ঢাকা - ময়মনসিংহ হাইওয়ে রোডের গাজীপুর অংশ।

যানজটে বেহাল অবস্থা ঢাকা - ময়মনসিংহ হাইওয়ে রোডের গাজীপুর অংশ



ঢাকা - ময়মনসিংহ হাইওয়ে রোডের গাজীপুর অংশে যান-জোটে ভোগান্তির শেষ নেই ঢাকা গামী যাত্রিদের। গাজীপুরের সালনা থেকে শুরু হয়ে গাজীপুর চৌরাস্তা বাইপাস সড়ক ছাড়িয়ে এ জ্যাম। জ্যামে আটকা পরে ঘন্টার পরে ঘন্টা সাড়ি সাড়ি দাঁড়িয়ে আছে শত শত গাড়ী। গত কয়ে দিন ধরে চলছে এই দুর্ভোগ। তিব্র জ্যামে আটকাপরে আছে হাজার হাজার ঢাকা গামী যাত্রী। সালনা থেকে গাজীপুর চৌরাস্তা পৌছাতে সয়ম লাগে ৩-৪ ঘন্টা, থেমে থেমে চলছে গাড়ি। অফিস গামী জনতা, রুগী এবং ছাত্র-ছত্রীরা পড়েছে বেশ ভোগান্তিতে, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হয়েছে আরো কষ্টকর। অনেকে পায়ে হেটে চলছেন নিচ গন্তব্যে, তবে এর সাথে যোক হয়েছে গরম আবহাওয়া যার কারনে ভোগান্তি আরো বাড়িয়েছে। জানা গেছে ভোগড়া বাইপাস এলাকায় সড়ক সংকার এবং ফ্লাইওভার নির্মাণ কারনে এই যানজট প্রধান কারণ।

তবে এবাবে চলতে থাকলে অছল হয়ে পরবে উত্তররে জনপথ ময়মনসিংহের যান চলাচল।




সুত্র: ফুর্তিটিউন, গাজীপুর বাঘের বাজার।

Thursday, November 2, 2017

জেনে নিন Google অনুমোদিত Android স্মাট ফোন এবং Tab এর জন্য Certificate প্রাপ্ত ব্রান্ড সমূহ!

Google-Approved-Android-Smart-Phone-Brands

Android স্মাট ফোন এখন বিশ্বে সবচেয়ে বেশি ব্যাবহারিত ফোন, বাংলাদেশে তো কথাই নেই। ২,০০০ হাজার টাকা থেকে ৫,০০০ হাজার টাকায় পাওয়া যায় Android ফোন। তবে এ সকল ফোন Android কতৃক অনুমতি প্রাপ্ত কিনা জানানেই। বাংলাদেশ বিভিন্ন Brands এর Android স্মাটফোন পাওয়া যায়, এখন কথা হচ্ছে Android প্রধান কর্তা ব্যাক্তি Google কতৃক এ সকল ব্রান্ডের ফোন অনুমোদিত কিনা সেটা আমরা অনেকেই জানিনা। এখানে দেখে নিন যে সকল ব্রান্ড গুগোল কতৃক Android ফোন এবং ট্যাব এর জন্য Certificate প্রাপ্ত।


১০০ টির অধিক ব্রান্ডের সাথে অংশীদার হিসাবে কাজ করছে গুগোল, এ সকল Android ফোন গুলো Google কতৃকপক্ষ নিরাপত্তা এবং কর্মক্ষমতা পরীক্ষা করে অনুমতিপত্র প্রদান করে থাকেন।


এখানে যে সকল ব্রান্ড Google অনুমোদিত তার একটি তালিকা প্রধান করা হল:


A
  • Acer
  • AllView
  • Altice
  • Archos
  • Asus



  • B

  • Beeline
  • BLU
  • BMobile
  • BOOST
  • BQ
  • Bullitt Group



  • C

  • CAT
  • Cell C
  • Clementoni
  • Condor
  • Coolpad



  • D

  • DL
  • Docomo
  • Doro
  • Dragontouch



  • E

  • EMATIC
  • Essential



  • F

  • Fairphone
  • Fly
  • Freetel
  • Fujitsu



  • G

  • General Mobile
  • Gigaset
  • Gionee
  • GTEL



  • H

  • Hisense
  • Honeywell
  • HOW
  • HTC
  • Huawei



  • I

  • Infinix
  • Infocus
  • iTel



  • K

  • Kazam
  • KD Interactive
  • KDDI
  • Kyocera



  • L

  • LAIQ
  • Lanix
  • Lenovo
  • LG
  • Logicom
  • LYF



  • M

  • M4Tel
  • Medion
  • Micromax
  • Mobicel
  • MTS
  • MOBISTEL
  • Mobiwire

  • Motorola

  • MTN Group

  • Multilaser

  • MyPhone (PH)

  • MYPHONE (PL)

  • Mint Mobile



  • N

  • NABI
  • NEC
  • Neffos
  • Nextbook
  • NGM
  • Nokia
  • Nubia
  • NUU
  • Nvidia
  • NETSURFER



  • O

  • OnePlus
  • Oppo
  • Orange



  • P

  • Panasonic

  • Pantech

  • Plaisio

  • Positivo

  • POSITIVO BGH

  • Prestigio

  • PROSCAN



  • Q

  • QMobile

  • Quantum



  • R

  • RCA



  • S

  • Samsung

  • Sharp

  • Smartfren

  • Sony

  • Sourcing Creation

  • Sprint

  • STK

  • Symphony



  • T

  • TCL (ALCATEL)

  • Tecno

  • Telenor

  • TIM

  • TOSHIBA

  • TP-Link

  • Transsion



  • V

  • VERIZON WIRELESS

  • Vestel

  • Vivo

  • Vodafone

  • Vonino



  • W

  • Wiko

  • Wileyfox



  • X

  • Xiaomi



  • Y

  • Yota Devices
  • Yureka (YU)



  • Z

  • ZEBRA
  • ZTE
  • Zuk


  • তবে বাংলাদেশের ১ নাম্বার ব্রান্ড Symphony গুগোল কতৃক Certificate এর তালিকায় আছে, কিন্তু Walton এই তালিকায় নেই।

    বিদ্র:এর অভ্যন্তরে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে মন্তব্য করবেন, মন্তব্যই প্রতিটি কাজের প্রধান অংশীদার।

    Thursday, October 26, 2017

    নাসা ইনোভেটর অফ দ্যা ইয়ার বাংলাদেশি নারী গবেষক মাহমুদা

    Nasa-Quantan-dot

    নাসার সেরা উদ্ভাবক বাংলাদেশের মাহমুদা। নাসা গোডার্ডের দেওয়া আইআরএডি ইনোভেটর অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ডটি জিতেছেন নাসায় কর্মরত বাংলাদেশি নারী গবেষক মাহমুদা সুলতানা।


    কোয়ান্টাম ডট সেন্সর থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরির উপায় আবিষ্কার করায় তিনি এই পুরস্কার লাভ করেন। আইআরএডির দেওয়া আরও ১০টি পুরস্কারের জন্যেও তার নাম উঠে এসেছিল। নাসার সাময়িকী কাটিং এজের প্রচ্ছদেও উঠে এসেছেন মাহমুদা।

    ক্যারিয়ারের শুরু থেকেই মাহমুদা কাজ করছেন গ্রাফিন নিয়ে। কার্বনের এই বিশেষ রূপ কোয়ান্টাম ডট আকারে ব্যবহার করে আলোর কিছু বিশেষ তরঙ্গ ধারণ করা যায়। যা সূর্যের করোনার ছবি তোলার জন্য কাজে আসবে।


    তবে কোয়ান্টাম ডট তৈরি করে তা দিয়ে একটি পুরো সেন্সর তৈরির কাজটি মোটেও সহজ ছিলো না। থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে ২০ বাই ২০ কোয়ান্টাম ডটের ছক সমৃদ্ধ সেন্সর তৈরি করে তার মাধ্যমে করোনার ছবি তোলার জন্য প্রয়োজনীয় তরঙ্গ ধারণ করা যায়। এটি প্রমাণ করার জন্যই মাহমুদা সুলতানাকে পুরস্কৃত করা হয়েছে।

    গবেষণার পাশাপাশি মাহমুদা ন্যানোটেক সম্মেলনে নাসার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গোডার্ডের ইন্সট্রুমেন্ট ও পেলোড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের অ্যাসোসিয়েট ব্রাঞ্চ হেডের দায়িত্বও মাহমুদাকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি তার আবিষ্কার পরবর্তী প্রজন্মের কিউবস্যাট ও অন্যান্য মিশনের যন্ত্রপাতিতে ব্যবহার করতে পারবেন।
    মাহমুদাকে নিয়ে তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসা করতে কার্পণ্য করেননি। নাসা গোডার্ডের চিফ টেকনোলজিস্ট পিটার হিউস বলেন, ‘মাহমুদা নাসায় যোগদান করায় আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। কাজের শুরু থেকেই মাহমুদা বহুবার নিজেকে বুদ্ধিমতী ও কর্মঠ গবেষক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

    নাসার সাময়িকী কাটিং এজের প্রচ্ছদ প্রতিবেদনে মাহমুদা সুলতানা সিনিয়র টেকনোলজিস্ট ফর স্ট্র্যাটেজিক ইন্টেগ্রেশন টেড সোয়ানসন বলেন, মাহমুদা সবসময়ই সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবন এবং তার সহকর্মীদের জ্ঞান কাজে লাগিয়ে আমাদের প্রযুক্তি আরও কতদূর এগিয়ে নেওয়া যায় তা নিয়ে সচেষ্ট ছিলেন। এছাড়াও কাজ করার জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ যোগার করতেও সে পিছপা হয়নি। সব মিলিয়ে তার মাঝে একজন সেরা গবেষকের সব গুণই রয়েছে। মাহমুদা সুলতানা বাংলাদেশে জন্মগ্রহণ করলেও কৈশোরেই তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান। পরবর্তীতে ২০১০ সালে এমআইটি থেকে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সরাসরি এমআইটি থেকেই নাসায় তিনি গবেষক হিসেবে যোগদান করেন।

    Sunday, October 1, 2017

    ১৯ বছরে পদার্পণ করলো বাংলাদেশের প্রথম ডিজিটাল টিভি চ্যানেল Channel i

    ১৯ বছরে পা রাখলো বাংলাদেশের প্রথম ডিজিটাল টিভি চ্যানেল Channel i

    হৃদয়ে বাংলাদেশ কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে প্রথম ডিজিটাল বাংলা টিভি চ্যানেল 'চ্যানেল আই'
    ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।
    "ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড" মালিকানা (ইমপ্রেস গ্রুপ)। এর প্রচার সারা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য , যুক্তরাজ্য , আয়ারল্যান্ড আরো অনেক দেশে।
    কেক কাটা, শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন চ্যানেল আইয়ের উনিশ বছরে পদার্পণ উৎসব। ১অক্টোবর সকাল থেকেই মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। সকাল ১১টায় কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন উদ্বোধন করা হয়।
    এই উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ ধারণ করা দেশের প্রথম ডিজিটাল চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবকে রাঙিয়ে তুলতে চ্যানেল আই কার্যালয়ের চেতনা চত্ত্বরে সুরের মুর্ছনা ছড়াচ্ছেন দেশ বরেণ্য সংগীত শিল্পীরা।
    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ

    সেজেছে নানা রংয়ের আলোর ঝলমলে সাজে। এই রং ছড়াবে টেলিভিশনের পর্দাতেও, কেননা এখন থেকে দর্শকরা চ্যানেল আই দেখবেন এইচ ডি বা হাইডেফিনেশন ভার্সনে।
    রোববার সকাল ১১টা থেকে একে একে পারফর্ম করছেন দেশের শীর্ষস্থানীয় ক্লাসিক, আধুনিক, ব্যান্ড, ফোক ও বাউল গানের শিল্পীরা। দর্শকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে এ পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন।

    এই আয়োজনে অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ এবং তাদের পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। তাদের আশা, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন সংযোজন হাইডেফিনেশন এইচডি। এবারের স্লোগান "উনিশের উচ্ছ্বাস"।

    চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত দেড় যুগে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক উপহার দিয়েছে চ্যানেল আই।

    ১ অক্টোবর, ১৯৯৯ এ যাত্রা শুরু করে। দিনে দিনে চ্যানেল টি সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠে।

    জনপ্রিয় অনুষ্ঠানঃ
    ১) চ্যানেল আই সংবাদ
    ২) তৃতীয় মাত্রা
    ৩) প্রকৃতি ও জীবন
    ৪) হৃদয়ে মাটি ও মানুষ (কৃষি বিষয়ক অনুষ্ঠান )
    ৫) কাফেলা (ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান)
    ৬) স্বর্ণ কিশোরী ( কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান )
    ৭) জীবন যেখানে যেমন
    ৮) গানের উৎসব
    ৯) খোলা আকাশ
    ১০) তরুণকণ্ঠ
    ১১) বিবিসি বাংলাদেশ সংলাপ
    ১২) আমি বইয়ের কথা বলছি
    ১৩) সিনেমার গান
    ১৪) রেড সিগন্যাল
    ১৫) কৃষকের ঈদ আনন্দ
    ১৬) সেরা কন্ঠ
    ১৭) সেরা নাচিয়ে
    ১৮) দ্বীপ শিখা
    ১৯) ক্ষুদে গানরাজ এবং আরো অনেক অনুষ্ঠান।