এবার Opera Mini ব্রাউজার দিয়ে খুব সহজে আপনি নিজেই তৈরি করে ফেলুন আপনার নিজের নামে Email Account।
এখানে আমাদের কে কয়েক টি ধাপ অনুশীলন করতে হবে-
১.
আপনার Mobile এর ইন্টারনেট Connection চালু করুন, এবার opera mini ব্রাউজার open করুন, opera mini ইন্সটল করা না থাকলে এখান থেকে Download করে নিন→ Download opera mini।
২.
এবার Opera Mini ব্রাউজারের address bare এ লিখুন mail.google.com এবার এই link এ ঢুকুন।
৩.
এখন একটা box দেখতে পাবেন, এখানে আপনারা Mobile Number লিখুন (যেমন-181******) এখানে 0 এর পরের ১০টি সংখ্যা দিতে হবে এবং এর নিচে লিখা Next বাটুনে click করুন। এবার আপনার Number এ একটা SMS আসবে সেখানে একটি link address পাবেন এখন সেই লিংকে প্রবেশ করুন।
৪.
এবার আবার একটি Page আসবে এখানে (1) নম্বর box এ আপনার প্রথন নাম এবং (2) নম্বর box এ আপনার শেষ নাম লিখতে হবে। এবার (3) নম্বর box এ আপনার GMail Address লিখতে হবে। এখানে আপনার নামের সাথে মিলে এমন Suggest GMail address দেখাবে সেখান থেকে ও Select করে নিতে পারেন। (4) নম্বর box এ আপনার Mail পাসওয়ার্ড লিখুন, Password অব্যশই ৮ সংখ্যার হতে হবে।
(5) নম্বর box এ পুনঃরায় উপরের লেখা password লিখুন।
৬. এবার আপনার জন্ম তারিখ সাল এবং আপনি মেয়ে না ছেলে তা select করুন।
৭.এখন সব কিছু ঠিক ঠাক থাকলে নিছে লিখা Continue Button এ Click করুন।
কোন প্রকারের সমস্যা হলে Comment করতে পারেন।