Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Thursday, June 14, 2018

Eid Mehedi Design 2018

নতুন মেহেদী ডিজাইন

ঈদের কেনাকাটা শেষ না হলেও অবশ্যই শেষ দিকে। আর চিন্তা পুরোটা জুড়েই এখন এসে গেছে কীভাবে সাজাবেন নিজেকে, কোন সাজে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। আর বাংলার নারীর সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে মেহেদি। তাই আজ উপস্থাপন করছি অনিন্দ্য সুন্দর কিছু মেহেদি ডিজাইন।

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিও বন্ধু হতে পারে। স্মার্টফোনে ঈদের এসএমএস কিংবা মেহেদির ডিজাইন কিংবা মোবাইল ওয়ালপেপার পেতে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।


ঈদের আগে হাতে মেহেদি দেওয়ার শখ থাকে অনেকেরই। কিন্তু মেহেদির নকশা কেমন হবে? 

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে যান। তারপর মেহেদি ডিজাইন অ্যাপস লিখে সার্চ দিন। অসংখ্য মেহেদি ডিজাইনের অ্যাপ্লিকেশন পাবেন। কীভাবে মেহেদি দেবেন সেটা 

শেখার জন্যও অ্যাপ্লিকেশন পাবেন। এই অ্যাপটির নাম ‘হাউ টু ডু মেহেদি’। এ ছাড়াও মেহেদি 

ডিজাইনের জন্য ‘মেহেদি ডিজাইনস’, ‘বেস্ট মেহেদি ডিজাইনস’, ‘২০১ ইউনিক মেহেদি ডিজাইন’, ‘ব্রাইডাল । জেনে নিন মেহেদি লাগানোর খুঁটিনাটি বিষয়।


Screenshot :



ফাইল তথ্য ↓

App Name : মেহেদী ডিজাইন
File Size : 3.68MB
Version : 0.0.1
Support : Android 3.0 and up


ডাউনলোড লিংক ১

অথবা

ডাউনলোড লিংক ২


অথবা

Google Play Store থেকে

Thursday, June 7, 2018

পুষ্টিগুণে ভরপুর রসালো ফল আনারস

পুষ্টিগুণে ভরপুর রসালো ফল আনারস

আনারস একটি পুষ্টিগুণে ভরপুর মিস্টি রসালো ফল, যা দেহের জন্য অত্যান্ত উপকারি।

উপকারিতা: আনারসে থাকা ম্যাঙ্গানিজ উর্বরতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আনারসে প্রোটিওলাইটিক এনজাইম ও ব্রোমালিন থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া গলা ব্যথা ও অস্থিসন্ধির ব্যথা কমাতে আনারস উপকারীতা অনেক। অতিরিক্ত মেদ কমাতে আনারস কার্যকরী ভূমিকা রাখে। আনারসের রসে রয়েছে ব্রোমেলিন নামে একটি উপাদান , যা মূলত আনারসেই রসেই পাওয়া যায়। এটি পেটের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।

আনারসে প্রচুর ফাইবার থাকে। আনারসের এই ফাইবার অত্যন্ত উপকারী। ফাইবার থাকার ফলে আনারস খাওয়ার পরে একটি তৃপ্তিবোধ আসে, পেট ভর্তি থাকে। এ কারণে খুব তাড়াতাড়ি ক্ষুধা অনুভূত হয় না। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমে না। এটি হজমের জন্যও দারুণ উপকারী।

Pineapple-Juice

জুস তৈরি: বাড়িতে সহজেই আনারসের জুস বা রস তৈরি করা যায়। এজন্য ভালো করে খোসা ছাড়িয়ে আনারসের ছোট ছোট টুকরো করুন। এবার ব্লেন্ডারে একটু পানি দিয়ে আনারসের টুকরোগুলো দিয়ে দিন। যতক্ষণ না টুকরোগুলো ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করুন। এবার ছাঁকনি দিয়ে রস ছেঁকে নিন। প্রয়োজনে পরিমাণমতো পানি মিশিয়ে নিন।
তাছাড়া স্লাইস করা আনারস জিবিয়ে গেলে মুখের রুচির আরো বারিয়ে দেয়, ফলে ফ্রেস ফ্রেস মনে হয়।

সর্তকতা: তবে ডায়াবেটিসের রোগীদের জন্য আনারস কিছুটা ঝুঁকিপূর্ণ। এটি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ আনারসে গ্লুকোজ ও ফ্রুক্টোজ রয়েছে। তবে পরিমাণমতো খেলে ক্ষতি হয় না।

Wednesday, July 12, 2017

Download Youtube Video Without any Downloader by UCMini Browser

Thursday, July 6, 2017

জানেন কি Three Phase বিদ্যুৎ সংযোগ কেন জনপ্রিয়?

tree phase electricity line

থ্রি-ফেজ বৈদ্যুতিক ব্যবস্থা বা তিন-ফেজ বৈদ্যুতিক ব্যবস্থা বিদ্যুৎ শক্তি উৎপাদন, সঞ্চারণ এবং বিতরণের কাজে ব্যবহৃত একটি সাধারণ এবং জনপ্রিয় ব্যবস্থা। এটি বিদ্যুৎ শক্তি সরবরাহের কাজে সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশী ব্যবহৃত ব্যবস্থা। পৃথিবীর প্রায় সকল দেশ তাদের বিদ্যুৎ বিতরণের জাতীয় গ্রীডে থ্রি-ফেজ ব্যবস্থা ব্যবহার করে। বিশাল বিশাল বৈদ্যুতিক মোটর এবং অনুরূপ অনেক ভারী বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ শক্তি সরবরাহ করতেও এই ব্যবস্থা ব্যবহার করা হয়।

থ্রি-ফেজ ব্যবস্থা অন্যান্য সমতুল্য ব্যবস্থার (যেমন দুই ফেজ বা এক ফেজ ব্যবস্থা) থেকে বেশী সাশ্রয়ী কারণ সমান ভোল্টের বিদ্যুৎ শক্তি সঞ্চারণের জন্য এই ব্যবস্থায় কম পরিবাহকের প্রয়োজন হয়।

গ্যালীলিও ফেরারিস, মিকাইল ডলিভো ডব্রভলস্কি,জোনাস ওয়েন্সট্রম,জন হপকিংসন এবং নিকোলা টেসলার দ্বারা পৃথক পৃথকভাবে ১৮৮০ সালের শেষের দিকে এটি আবিষ্কৃত হয়। নিকোলা টেসলা ১৮৮৭ সালে থ্রি-ফেজ বৈদ্যুতিক ব্যবস্থার সূচনা করেন এবং ১৮৮৮ সালে এর স্বত্ব লাভ করেন।


থ্রি-ফেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাঃ

থ্রি-ফেজ ব্যবস্থায় তিনটি পরিবাহীর (ফেজ) মধ্য দিয়ে একই কম্পাঙ্কের এমন তিনটি পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত করা হয় যাদের যে কোন এক মূহুর্তের তড়িৎ প্রবাহের মান এক সমান থাকে না। একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহকে মানদন্ড হিসেবে বিবেচনা করে বাকী দুটি তড়িৎ প্রবাহকে একটি পূর্ন তড়িৎ প্রবাহ চক্রের (cycle) যথাক্রমে এক-তৃতীয়াংশ ও দুই তৃতীয়াংশ পিছিয়ে(delay) দেয়া হয়। তিনটি ফেজের মধ্যে এই চক্র পার্থক্যের কারনে একটি পূর্ণ তড়িৎ চক্রে সঞ্চারিত তড়িৎ শক্তি সবসময় সমান থাকে এবং এই চক্র পার্থক্যই বৈদ্যুতিক মোটরের মধ্যে পরিবর্তী চৌম্বক ক্ষেত্র তৈরী করে।


থ্রী-ফেজ ব্যবস্থার কিছু বিশেষ সুবিধা আছে যার ফলে এটি সবচেয়ে জনপ্রিয়ঃ

তিন ফেজের বিদ্যুৎ প্রবাহ একে অন্যকে বিয়োগ করে দেয় এবং লিনিয়ার ব্যালেন্সড লোডের ক্ষেত্র যোগফল শূন্য হয়ে যায়। ফলে নিউট্রাল পরিবাহী ব্যবহার না করলেও চলে অথবা এর আকার অনেক কমিয়ে ফেলা যায়। লিনিয়ার ব্যালেন্সড লোডে শক্তি সরবরাহ সবসময় সমান থাকে,ফলে বৈদ্যুতিক জেনারেটর বা বৈদ্যুতিক মোটরকে নির্বিঘ্নে চলতে এবং কম্পন (vibration) কমাতে সাহায্য করে। থ্রি-ফেজ ব্যবস্থা নির্দিষ্ট দিকে ঘূর্নায়মান চৌম্বক ক্ষেত্র উৎপাদন করতে পারে, ফলে বৈদ্যুতিক মোটর নকশা ও তৈরী করা খুব সহজ হয়ে যায়। এক ফেজ ট্রান্সমিশনের তুলনায় পলিফেজ ট্রান্সমিশনের পাওয়ার লস কম হওয়ায় দক্ষতা বেশি। তিন ফেজ সিস্টেমে পরিবাহী পদার্থ তথা তামার পরিমাণ কম লাগে। তিন ফেজ মেশিনের আকার-আকৃতি অনেক ছোট হয়। তিন ফেজ পদ্ধতির রেগুলেশন ভালো। তিন ফেজ ইন্ডাকশন মোটর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। থ্রি-ফেজ মেশিনে কম রিপল সৃষ্টি হয়। থ্রি-ফেজ পদ্ধতিতে সিনক্রোনাইজেশন অনেক সহজ। থ্রি-ফেজ মেশিন আকারে ছোট বিধায় এর দাম ও রক্ষণাবেক্ষণ খরচ উভয়ই কম।

Thursday, June 8, 2017

Motorola Moto G5 Plus এর রিভিউ!!!

Motorola Moto G5 Plus এর রিভিউ

এখনকার বাজেট ফোনের মধ্যে সবচেয়ে ভাল ক্যামেরা বলে দাবি করা মোটো জি৫ প্লাস এর রিভিউ নিয়েই আমাদের আজকের আয়োজন।



সম্প্রতি উদ্বোধন হওয়া ২ গিগাহার্টজ অক্টাকোর প্রোসেসর বিশিষ্ট মোটো জি৫ প্লাস স্মার্টফোনটিতে দেয়া হয়েছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৩ জিবি র‍্যাম। ডিভাইসের ব্যাক সাইডে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার ১.৭। ১.৭ অ্যাপারচারের ক্যামেরা দিয়ে খুব সহজেই ছবিতে ডিএসএলআর এর মতো বকেহ ইফেক্ট আনা যায়। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।


মোটোরোলার এই ফোনে রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা আর ডিজাইনের দিক থেকেও মোটো জি৫ প্লাস অনেক আকর্ষণীয়। প্রথমেই নজর কাড়বে এ স্মার্টফোনটির অসাধারণ মেটাল বডি। ফোনটিতে আছে ৫.২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং এর প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৩। ডিসপ্লে কালার, শার্পনেস, কন্ট্রাস্ট এবং ভিউয়িং অ্যাঙ্গেলের পারফেকশন খুবই চমৎকার। ডিভাইসটিকে কমপ্যাক্ট করতে মোটোরোলা এবারের স্ক্রিন একটু ছোট করেছে। ফোনটির সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যার ডানদিকে অথবা বামদিকে সোয়াইপ করা যাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। 

মোটো জি৫ প্লাস-এ ব্যবহার করা হয়েছে ৩০০০ এমএএইচের লিথিয়াম-পলিমার ব্যাটারি। যা স্বাভাবিক ব্যবহারে এক দিন চার্জ দিতে সক্ষম। এছাড়া ফাস্ট চার্জিং টেকনোলোজি তো আছেই। মোটো জি৫ প্লাস স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে প্রায় ২৫ হাজার টাকায়, যদিও স্থানভেদে কমবেশি হতে পারে।

Friday, May 19, 2017

আপনি নিজেই খুব সহজে আপনার নামে GMail Account খুলুন!

Simply Open GMail Account

এবার Opera Mini ব্রাউজার দিয়ে খুব সহজে আপনি নিজেই তৈরি করে ফেলুন আপনার নিজের নামে Email Account।

হ্যাল - বন্ধুরা আজ আমি আপনাদের সাথে Share করব কি বাবে খুব সহজে Opera Mini ব্রাউজার দিয়ে আপনি নিজেই আপনার  Email Account খুলবেন। তো শুরু করা যাক...

এখানে আমাদের কে কয়েক টি ধাপ অনুশীলন করতে হবে-
১.

আপনার Mobile এর ইন্টারনেট  Connection চালু করুন, এবার opera mini ব্রাউজার open করুন, opera mini ইন্সটল করা না থাকলে এখান থেকে Download করে নিন→ Download opera mini

২.

এবার Opera Mini ব্রাউজারের address bare এ লিখুন mail.google.com এবার এই link এ ঢুকুন।

৩.

এখন একটা box দেখতে পাবেন, এখানে আপনারা Mobile Number লিখুন (যেমন-181******) এখানে 0 এর পরের ১০টি সংখ্যা দিতে হবে এবং এর নিচে লিখা Next বাটুনে click করুন। এবার আপনার Number এ একটা SMS আসবে সেখানে একটি  link address পাবেন এখন সেই লিংকে প্রবেশ করুন।

৪.

এবার আবার একটি Page আসবে এখানে (1) নম্বর box এ  আপনার প্রথন নাম এবং (2) নম্বর box এ আপনার  শেষ নাম লিখতে হবে। এবার (3) নম্বর box এ আপনার GMail Address লিখতে হবে। এখানে আপনার নামের সাথে মিলে এমন Suggest  GMail address দেখাবে সেখান থেকে ও Select করে নিতে পারেন। (4) নম্বর box এ আপনার Mail পাসওয়ার্ড লিখুন, Password অব্যশই ৮ সংখ্যার হতে হবে।


(5) নম্বর box এ পুনঃরায় উপরের লেখা password লিখুন।

৬. এবার আপনার জন্ম তারিখ সাল এবং আপনি মেয়ে না ছেলে তা select করুন।


৭.এখন সব কিছু ঠিক ঠাক থাকলে নিছে লিখা Continue Button এ Click করুন।

কোন প্রকারের সমস্যা হলে Comment করতে পারেন।

Thursday, May 4, 2017

সাস্থ্য সুরক্ষায় বেল এবং বেলের শরবতের বিশেষ উপকারিতা

সাস্থ্য সুরক্ষায়বেল বেল এবং বেলের শরবতের বিশেষ উপকারিতা
এই গরমে বেশি পরিমানে পানি পান করা প্রয়োজন, বিশেষ করে বিভিন্ন প্রকার ফলের ঠাণ্ডা শরবত । বেল একটি পুষ্টিকর আর উপকারী ফল। কাচা পাকা দুটোই সমান উপকারী। কাচা বেল ডায়রিয়া ও আমাশায় রোগে ধন্বন্তরী। পাকা বেলের শরবত সুস্বাদু। বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ এবং ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়ামের মত মূল্যবান পুষ্টি উপাদান।


ফলের খাদ্যগুণ :
১০০ গ্রাম বেলের শাঁসে থাকে - পানি 54.96-61.5 গ্রাম, প্রোটিন 1.8-2.62 গ্রাম ; স্নেহপদার্থ 0.2-0.39 গ্রাম ; শর্করা 28.11-31.8 গ্রাম ; ক্যারোটিন 55 মিলিগ্রাম ; থায়ামিন 0.13 মিলিগ্রাম ; রিবোফ্ল্যাবিন ১.১৯ মিলিগ্রাম ;নিয়াসিন ১.১ মিলিগ্রাম ; এসকর্বিক এসিড ৮ - ৬০ মিলিগ্রাম ; এবং টারটারিক এসিড ২.১১ মিলিগ্রাম।


ফলের ভেষজগুণ :
বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও আমাশয়ে উপকার করে। আধাপাকা সিদ্ধ ফল আমাশয়ে অধিক কার্যকরী। বেলের শরবত হজমশক্তি বাড়ায় এবং তা বলবর্ধক। বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়। পাতার রস, মধু ও গোল মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়। পেট খারাপ, আমাশয়, শিশুর স্মরণ শক্তি বারানোর জন্য বেল উপকারী। বেলে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেল নিয়মিত খেলে কোলন ক্যানসার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।


সতর্কতা :
অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। বেলের শরবত / বেল পরিমাণ মত খেতে হবে। অতিরিক্ত বেল খেলে বদহজম হয়।